চাঁদপুরে অটোবাইক ছিনতাই : আটক ১

স্টাফ রিপোটার : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অটো রিক্সা চালক মোঃ হানিফ রুবেল (২৮) কে পিটিয়ে আটো রিক্সা ছিনতাই করেছে ছিনতাইকারী চক্র ।

শনিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা ২নং আশিকাটি ইউনিয়নের ছানখাঁর দোকান যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

ছিনতাই কারীচক্ররা যাত্রীবেশে অটো রিক্সা চালক মোঃ হানিফ রুবেলকে থামিয়ে মারধর করে রাস্তার পাশে খালে ফেলে দিয়ে আটো রিক্সা নিয়ে পালিয়েযায়। ঘটনার পরেই ঘটনার সাথে জরিত সন্ধেহে স্থানীয় এলাকাবাসি ছিনতাইকারি সজিব(১৮)কে আটক করে।

পরে আহত রিক্সা চালক মোঃ হানিফ রুবেলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
ঘটনার পরেই মডেল থানার এসআই আওলাদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং হাসপাতালে গিয়ে রুগীর খোজ খবর নেয়।

আটক ছনতাইকারী সজিব পুলিশকে জানায়, ঘটনার সময় ছানখাঁর দোকান এলাকার মেহেদি(১৮),হাবিব(১৮)সান্ত(১৭),আল-আমিন ও নাছির(১৮)সহ ৮জন যুব উন্নয়নের সামনে দাড়িয়ে রিস্কা চালক মোঃ হানিফ রুবেলকে থামিয়ে মারধর করে অটো নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাইয়ের সন্ধেহে এলাকাবাসি আমাকে আটক করে। আটো কোথায় আছে তা আমি জানি। অটো উদ্ধার করা যাবে।

পুলিশ জানায়, দিনে দুপুরে এই ছনতাইয়ের ঘটনা ঘটেছে।এর সাথে জরিতদের আটক করার চেষ্টা চলছে।

ছিনতাই হওয়া অটো রিক্সাটি পুলিশ যুব উন্নয়ন কার্যালয়ের ভিতর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে।
এদিকে খবর পেয়ে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহামুদ হাসপাতালে ছুটে আসেন। তিনি জানায়, এই এলাকার ফাইভ ফ্যাক্টরী হতে যুব উন্নয়ন পর্যন্ত এলাকায় দিনে দুপুরে ছিনতাইর অনেক ঘটনা ঘটেছে। এই ছিনতাইকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা দরকার।

এই ঘটনায় মধ্য শেনগাঁও সেলিম খাঁনের ছেলে মেহেদি(১৭)কে প্রধান আসামী করে মডেল থানায় একটি ছিনতাইর অভিযোগ দায়ের করা হয়েছে।

একই রকম খবর

Leave a Comment