চাঁদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ফাতেমা বেগম (১৯) কে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলা ৩ নং কল্যাণপুর ইউনিয়নের দক্ষিণ দাসদি গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।

গৃহবধূর বড় বোন রেশমা বেগম অভিযোগ করে বলেন, গত তিন বছর পূর্বে দাসদী গ্রামের জুলহাস পাটোয়ারী ছেলে সাগর পাটোয়ারীর সাথে ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে ফাতেমার উপর অমানুষিক নির্যাতন চালায়। ফাতেমার তিন বছরের সোহানা নামে একটি শিশু সন্তান রয়েছে।

তিন মাসের অন্তঃসত্ত্বা ফাতেমাকে শুক্রবার রাতে ও শনিবারে যৌতুকের জন্য বেদম মারধর করে। তার স্বামী সাগর পাটোয়ারী বাজার থেকে বিষ এনে ফাতেমা কে মারধর করে বিষ খাইয়ে দেয়। সে মৃত্যুর যন্ত্রণা ছটফট করতে থাকলে সে সময় সাগরের চাচতো ভাবি ফরিদাকে লেলিয়ে দিয়ে ফাতেমাকে পুনরায় শারীরিক নির্যাতন করে।

ফাতেমাকে তারা বাড়িতে রেখে হত্যার চেষ্টা চালায় পরে খবর পেয়ে বোনকে উদ্ধার করতে গেলে সাগর ও তার মা হাসপাতলে আনতে বাধা দেয়। হাসপাতলে মুহূর্ত অবস্থায় ফাতেমাকে ভর্তি করানোর পরে হাসপাতলে এসে তার স্বামী ও শাশুড়ি মমিনা বেগম পুনরায় ঝগড়া সৃষ্টি করে। তাদের উদ্দেশ্য ছিল অন্তঃসত্ত্বা ফাতেমাকে হত্যা করে আত্মহত্যার অপবাদ দেওয়ায়।

অভিযুক্ত সাগর পাটোয়ারী জানায়, মা মোমেনা বেগমের সাথে মতলব উত্তর ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে স্ত্রী ফাতেমা বেগমকে যাওয়ার জন্য বলা হয়। সে যেতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে দুটি চড় থাপ্পড় মেরেছি। ঘটনার আগের দিন রাতে লাউ গাছ ও কুমড়া গাছের জন্য বাজার থেকে বিষ এনেছিলাম। ফাতেমা সেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এই ঘটনায় ফাতেমার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গৃহবধুর স্বজনরা জানিয়েছে।

একই রকম খবর

Leave a Comment