স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ অভিযানে অবৈধ মোটরযানের উপর ভ্র্যাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ মোটরযানের উপর অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিদা সিফাত।
তারা জানায়, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্যই এই অভিযান। এটি মূলত নিয়মিত অভিযানেরই একটি অংশ। এদিন ১৯ টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিআরটি এর মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন।