চাঁদপুরে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভাতার বই বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থবছরে বৃদ্ধিকৃত ৩২৬ জন বয়স্ক, ৫৫ জন বিধবা এবং ১২৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। এতে মোট ভাতার বই বিতরণ করেন ৫শ’ ৯টি।

রোবাবর (১২ মে) বেলা ১২টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এ ভাতার কার্ড বিতরণ করেন।

উক্ত ভাতার বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ সরকার চাঁদপুর পৌরসভার সম্মানিত কাউন্সিলরবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment