চাঁদপুরে অসুস্থ খোরশেদ পাটওয়ারীকে হাসপাতালে ভর্তি : দোয়া কামনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের তালতলাস্থ করিম পাটওয়ারী বাড়ি নিবাসী ব্যবসায়ী মো: খোরশেদ আলম পাটওয়ারী গুরুতর অসুস্থ্য হয়ে চাঁদপুর সদর হাসপতালের ৩য় তলায় (কেবিনে) ভর্তি হয়েছেন।তার শারীরিক ও মানষিক ভাবে নানা রোগে আক্রান্ত হয়েছেন ।

হাসপাতালে ভতির পর তত্ত্ববধায়ক ডা:মাহাবুব সাবক্ষনিক খোঁজখবর রাখছেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন ।
হাসপাতালের মেডিসিন কনেসালটেন্ট সোহেল আহমেদ দৈনিক চাঁদপুর খবর জানান, অসুস্থ্য মো: খোরশেদ আলম পাটওয়ারীর চিকিৎসা চলছে ।বতমানে তার অবস্থা আশংকামুক্ত ।

গত ৮আগস্ট তিনি চাঁদপুর শহরের তালতলাস্থ্য বাসায় অসুস্থ্য হয়ে পড়লে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন অসুস্থ্য মো: খোরশেদ আলম পাটওয়ারী দেখতে পৃথক পৃথক দিনে চাঁদপুর সদর হাসপাতালে যান ও খোঁজখবর নেন তার চাচাতো ভাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নইম পাটওয়ারী দুলাল,তার ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী ,তার মেয়ে জামাতা চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো:হারুন অর রশিদ,জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা । তার জন্য দোয়া করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা ।

একই রকম খবর