চাঁদপুরে আইটি কম্পিউটার সিটির ১৩বছর পূর্তি উপযাপন

মো: রানা সরকার ঃ বর্নাঢ্য আয়োজনে চাঁদপুর আইটি কম্পিউটার সিটির ১৩বছর পূর্তি উপযাপিত হয়েছে । গতকাল ২৩এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর সভাপতিত্বে ও আইটি কম্পিউটার সিটির পরিচালক মো: সাইফুল ইসলাম নিরবের পরিচালনায় আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, চাঁদপুরের আইটি কম্পিউটার সিটি এখন নব উদ্দিপনে এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে। এখান থেকে অনেক শিক্ষার্থী কম্পিউটারে দক্ষতা অর্জন করতে পারছে। কিভাবে চাঁদপুরে কারিগরি প্রতিষ্ঠান বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিতে হবে। কারিগরি শিক্ষা আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ন।
তিনি বলেন, সরকারের কারিগরি বোর্ড হতে সার্টিফাইডকৃত প্রতিষ্ঠান সিটি কম্পিউটার আইটি। এখানের সার্টিফিকেট দিয়ে সারা বিশ্বে কাজ করতে পারবে শিক্ষার্থীরা। এই সনদ খুবই মূল্যবান। আমি এই প্রতিষ্ঠানের জন্য সব সময় সহযোগিতা করব। এই প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র হয়েছে তাদেরকে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে বিনামূল্যে ডাইভিং শিখানো হবে এবং লাইসেন্স প্রদান করা হবে। আপনার ঘরে বসে আউটসোসিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আইটি কম্পিউটার সিটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। তাই সকল শিক্ষার্থীকে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, সকল শিক্ষার্থীকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কম্পিউটার ব্যবহার শিখতে হবে। এজন্য প্রশিক্ষনের বিকল্প নেই। আর প্রশিক্ষনের জন্য চাঁদপুরের অন্যতম একটি প্রতিষ্ঠান হলো আইটি কম্পিউটার সিটি। এ প্রতিষ্ঠানে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চাঁদপুরকে এগিয়ে নিতে আইটি কম্পিউটার সিটি কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, চাঁদপুর একটি ব্যান্ডি জেলা। আইটিতে এ জেলার মানুষ অনেক এগিয়ে। শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তি ও কম্পিউটার সম্পর্কে ভালোভাবে ধারনা নিতে হবে। কম্পিউটার ছাড়া এখন আর কোথায় চাকুরী হয়না। বিশেষ কিছু চাকুরীতে কম্পিউটার বাধ্যতামূলক। সর্বশেষ আমি আইটি কম্পিউটার সিটির সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনবির বাংলা বিভাগের কান্টি এডিটর শাহরিয়ার পলাশ,আইসিটি ট্রেইনা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আজহার মাহমুদ, ভয়েজ অব চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, আইটি কম্পিউটার সিটির চেয়ারম্যান ও আল আমিন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, অনলাইন পোর্টাল চাঁদপুর টাইমস এর নির্বাহী সম্পাদক মো: দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী, বিশেষ অতিথি ইউএনবির বাংলা বিভাগের কান্টি এডিটর শাহরিয়ার পলাশসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কম্পিউটার কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী, বিশেষ অতিথি ইউএনবির বাংলা বিভাগের কান্টি এডিটর শাহরিয়ার পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে সকালে চাঁদপুর আইটি কম্পিউটার সিটির ১৩বছর পূতি উপলক্ষে আইটি কম্পিউটার সিটির পরিচালক মো: সাইফুল ইসলাম নিরবের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

একই রকম খবর

Leave a Comment