স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আনসারদের ৬ বিভাগের ক্লাস নিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান।
১৭ জুন সোমবার দুপুরে জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এ ক্লাস নেন।
জানা যায়, উপজেলা কোম্পানী কমান্ডার, উপজেলা সহকারী কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা প্লাটুন কমান্ডার, উপজেলা সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার এর মোট ৬ বিভাগে এই প্রশিক্ষণ শুরু হয়।
২১ দিনব্যাপী এই প্রশিক্ষনে এই ৬ বিভাগে মোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। যাদেরকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ মোট ১০ দপ্তরের কর্মকর্তারা ১ দিন করে এসে মোট ১০ দিন ক্লাস নিবেন। ৯ জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের ২য় ক্লাসটি নিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মিজানুর রহমান।
ক্লাসে তিনি প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বলেন, সমাজের জন্য আলোকিত মানুষ প্রয়োজন। এজন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই প্রশিক্ষণ অত্যান্ত জরুরি। এখানে অস্ত্রের যথাযথ ব্যবহার এবং ১০ রাউন্ড গুলি ছোঁড়ারও প্রশিক্ষণ রয়েছে। প্রকৃত পক্ষে দেশের স্বার্থে কিভাবে অস্ত্রের ব্যবহার করা জরুরি তা এই প্রশিক্ষণ থেকে শেখা যাবে।
তিনি বলেন, দেশের জন্য নিজেকে পরিপূর্ণ তৈরি করে তুলতে হলে অবশ্যই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস,মৌলবাদ থেকে দূরে থাকতে হবে। দেশ এগিয়ে নিয়ে যেতে দেশের নাগরিক হিসেবে সবাইকে নিজের দুর্বল অবস্থানেরও পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, যেকোন বিষয়ে অভিজ্ঞতায় দূর্বলতা থাকতেই পারে। প্রশিক্ষণ ও মনের জোড়ই এক্ষেত্রে প্রত্যেককে তার কর্মদক্ষতায় এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকে যখন নিজের অবস্থান থেকে রাষ্ট্রের মানুষের জন্য কাজ করবে। এই প্রশিক্ষণ সবার জিবনে তখনি সফলতা বয়ে আনবে এই প্রত্যাশা করছি। এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন।