চাঁদপুরে আনসারের ৬ বিভাগের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আনসারদের ৬ বিভাগের ক্লাস নিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

১৬ জুন রবিবার জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এ ক্লাস নেন। জানা যায়, উপজেলা কোম্পানী কমান্ডার, উপজেলা সহকারী কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা প্লাটুন কমান্ডার, উপজেলা সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার এর মোট ৬ বিভাগে এই প্রশিক্ষণ শুরু হয়।

২১ দিনব্যাপী এই প্রশিক্ষনে এই ৬ বিভাগে মোট ২২ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। যাদেরকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ মোট ১০ দপ্তরের কর্মকর্তারা ১ দিন করে এসে মোট ১০ দিন ক্লাস নিবেন।

৯ জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ১ম ক্লাসটি নিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

তিনি প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই প্রশিক্ষণ অত্যান্ত জরুরি। মানুষকে স্বল্প সময়ে সেবা দেওয়ার জন্যই সরকার কর্তৃক এই প্রশিক্ষণ। কারন সমাজের জন্য আলোকিত মানুষ প্রয়োজন। রাষ্ট্রের জন্য স্বঅবস্থান থেকে কাজ করতে হবে। রাষ্ট্রের মানুষের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, মোবাইল ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতার জন্যই এখানে কম্পিউটার প্রশিক্ষণ রাখা হয়েছে। সরকার মানুষের সময় বাঁচাতে এখন সব অনলাইন ভিত্তিক করে ফেলছে। এখান থেকে প্রশিক্ষণ নিলে যে সরকার চাকুরি দিতে পারবে এমনটি নয়। তবে সরকার তরুনদের জন্য ১’শ টি ইকোনোমিক জোন তৈরি করছে। যেখানে আইটি সেক্টরে অভিজ্ঞ জনবল প্রয়োজন রয়েছে। তাই প্রশিক্ষণার্থীদের হতাশ হওয়ার কিছু নেই।

তিনি বলেন, সুস্থ্য সবল মেধাবী হতে সুস্থ্য মা প্রয়োজন। সেজন্য ১৮ বয়সের আগে কোন বিবাহ নয় অর্থাৎ বাল্য বিবাহ দেওয়া যাবেনা।
সেই সাথে তরুন প্রজন্মকে জবমার্কেটে নিজেকে পরিপূর্ণ করে তুলতে হলে অবশ্যই মাদক, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। দেশ এগিয়ে নিয়ে যেতে দেশের নাগরিক হিসেবে সবাইকে নিজের দুর্বল অবস্থানেরও পরিবর্তন করতে হবে।

এ সময় চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়,দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার উপস্থিত ছিলেন।

একই রকম খবর