স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা মোঃ ফখরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক তাজ বিল্লাহ্, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার পিনাক রায়, চাঁদপুর মেরিনের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। শিক্ষার্থী আফসানা হোসেন, এ সময় সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, ব্যাংকার, প্রবাসী গ্রমন ইচ্ছুক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া তার বক্তব্য বলেন ,দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে, নিরাপদ অভিবাসন সৃষ্টি করতে হবে, প্রবাসীদের পাঠানো অর্থ সঠিক ভাবে বিনিয়োগ করতে হবে, বাংলাদেশে কাজ করার অনেক সুযোগ আছে, সে বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতে হবে।