চাঁদপুরে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২১টি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে একটি বিষয় হলো যুবক সমাজ। আজ যুব সমাজকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি এবং তাদের নিয়ে কীভাবে কাজ করতে পারি সেই দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। একটি আন্তর্জাতিক চক্র আমাদের যুব সমাজকে বিপথগামী করছে। তাদেরকে মাদকাসক্ত করে গড়ে তোলার চেষ্টা করছে।

বুধবার (২৬ জুন) সকাল ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “সুস্বাস্থ্যের সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুব সমাজকে সচেতন থাকতে হবে। কেননা এ যুব সমাজকেই আগামী বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী নিজেই জিরো ট্রলারেন্স ঘোষণা করছেন দেশকে মাদক মুক্ত করতে হবে । যুব সমাজকে বেড়ে তুলতে প্রধানমন্ত্রীর যুব উন্নয়নকেন্দ্র ভবন করতে পদক্ষেপ গ্রহণ করেছেন। উদ্ভাবনী বা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের যুব সমাজকে উদ্ভাবনী হতে হবে। সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মাদকাসক্তরা নিজেরাই নিজেদের প্রতি অবিচার করে। তারা সমাজের বিচার করতে পারে না।

শুরুতেই দিবসটি উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি কর্মসূচি পালন করা হয়। দিবসটির বণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেনের সভপতিত্বে ও ডা. পীযুষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, রোগের প্রতিসেবক হিসেবে কিছু মাদক ব্যবহার করা হয়। কিন্তু মাদক অপব্যবহার হলো ইয়াবা, ফেন্সিডিল, গাজা, হিরোইন সেবন করে যারা আসক্ত হয়ে পড়ে তারাই মাদকাসক্ত। বার্মা থেকে অবৈধভাবে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। মিয়ানমার থেকে ইয়াবা আমাদের দেশে প্রবেশ করছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড সদস্যরা কাজ করে যাচ্ছে। মাদক দ্রব্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। মাদকের করাল গ্রাসে আসক্তদের পূর্ণবাসন করলেই আমাদের দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদক নিমূল করতে সকলের সহযোগিতা চাই ।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশে প্রধান আলোচনার বিষয় হলো মাদক। আমাদের সমাজে ও পৃথিবীতে দুইটি সন্ত্রাস রয়েছে। এক হলো ক্ষুদা দারিদ্র আর অপরটি হলো মাদক দ্রব্য। প্রধানমন্ত্রী ১০ বছরে ক্ষুধা দূর করেছেন। কিন্তু দারিদ্র দূর হয়নি। ৪ কোটি মানুষের দারিদ্র বিমোচন হয়েছে। ২০২৫ সালের মধ্যে এদেশ থেকে দারিদ্র দূর করা হবে। নিরাপদ খাদ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। গত ১০ বছরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মাদক সেবনকারী যে কোনো অপরাধ করতে পারে। মাদক দ্রব্যে যুব সমাজ ধ্বংস হচ্ছে। এদেশ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। তবেই এ দেশ উন্নতিশীল দেশ হবে। মাদকসেবীরা দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আমরা যারা রাজনীতি করি বা জনপ্রতিনিধি রয়েছি তাদের আগে শুধরাতে হবে। এ ধরনের ব্যক্তিদের কারণে আমাদের যুব সমাজ বিপদগামী হয়ে পড়ছে। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে শতভাগ শিক্ষিত হতে হবে এবং শতভাগ মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, সুন্দরভাবে বাঁচি, মাদককে না বলি। আমার জীবনকে, সমাজকে ও পরিবারকে বাঁচাতে হলে মাদককে না বলতে হবে। মাদকাসক্তকে ভালোবাসা দিয়ে বুঝাতে হবে। আমার ভঅই যদি কোন ভাবে মাদকাসক্ত হয়ে গেলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। চলার পথে যদি কোনবন্ধু ধুমপান করে তাহলে তাকে থামিয়ে দিতে হবে। ভালোবাসার মাধ্যমে ফিরিয়ে এনে তা রক্ষা পেতে পারে।

এ সময় আরও বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের ইন্সপেক্টর মজিবুর রহমান।

একই রকম খবর