স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিয়েছে । কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মাঝে সংঘর্ষে তিনজন কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সেই তিনজন কলেজ ছাত্রকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের সামনে ও হকার্স মার্কেটের ভিতর একটি জুতার দোকানে প্রবেশ করে এই পৃথক হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে বিষ্ণুদি এলাকার লিটন মিজির ছেলে কলেজ ছাত্র পারভেজের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত ঢাকায় মেডিকেলে রেফার করা হয়েছে। সে এখন মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রেস ক্লাবের সামনে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এ সময় নতুন বাজার কদমতলা এলাকার বিল্লাল আখন্দের ছেলে আশিক ও বকুলতলার মাসুদের ছেলে ইমনকে একা পেয়ে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
সেই ঘটনায় আহত দুজনকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ইমন ও আশিকের সহপাঠীরা হামলাকারীদের খুঁজতে থাকে। এ সময় হকার্স মার্কেটের একটি জুতার দোকানে পারভেজকে দেখতে পেয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। হকার্স মার্কেটের দোকানদাররা হামলাকারী নায়েবকে আটক করে রাখে। পরে হকার্স মার্কেট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশকে জানালে মডেল থানার এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে নায়েবকে আটক করে থানায় নিয়ে আসে।
এসময় হামলাকারি নায়েবকে আনার সময় তার উপর অন্যান্য লোকজন ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করে। ইদানিংকালে চাঁদপুরে কিশোর গ্যাং এর হামলায় অনেক মানুষ আহত হয়েছে।
খুব দ্রুত গতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এদিকে হামলায় আহত পারভেজকে উদ্ধার করে হকার্স মার্কেটের দোকানদাররা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওয়ান মিনিটের সামনে কিশোর গ্যাং রা আবারো হামলা চালায়। এ সময় উদ্ধারকারী জুতার দোকানের কর্মচারী হাসানকে তারা বেদম মারধর করে আহত করে। সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ জানায়, বৃষ্টির সময় কিশোর গ্যাং এর দুটি পক্ষ হামলায় জড়িয়ে পড়ে। তাদের দুই পক্ষের লোকজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ কঠোর ভূমিকায় রয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং হামলাকারীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।