চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার ফরিদগঞ্জের গল্লাক কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সদস্য আলোচিত শাহিন সুলতানা ফেন্সি হত্যার ঘটনায় গতকাল বৃস্পতিবার (৭জুন ) তার পরিবারের ৪ সদস্যর জবানবন্দী গ্রহণ করেছে মামলার তদন্ত কর্মকর্তা (ডিবি) পুলিশ।
পরিবারের সদস্যরা জবানবন্দীতে সবাই বলেছেন অ্যাড. জহিরুল ইসলাম এ হত্যাকান্ডে দায়ী । সেইই অধ্যক্ষ তার স্ত্রীকে শাহিন সুলতানা ফেন্সিকে হত্যা করেছে । জেলা পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জবানবন্দী পরিবারের সদস্যরা হলেন, অ্যাড. জহিরুল ইসলামের দু’মেয়ে ডা. পুস্পা ও পদ্মা। অপর দু’জন হলেন নিহত ফেন্সির ভাইয়ের বৌ ও ভাইয়ের ছেলে। তারা জবানবন্দীতে বলেন স্বামী অ্যাড. জহিরুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করেছে।
এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাঁদপুরবাসী এবং চাঁদপুরে আলোচিত হত্যাকাÐ হিসেবে আখ্যায়িত করছেন সূধী সমাজ।
এ ঘটনায় প্রধান আসামী স্বামী অ্যাডঃ জহিরুল ইসলামকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ শুক্রবার তাকে রিমান্ডে নেয়া হবে বলে জানাগেছে এবং দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে কারা গেইটে জিজ্ঞাসাবাদ।
বুধবার (৬ জুন) শেষ বিকেলে মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী অ্যডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামীর ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ শুধুমাত্র প্রধান আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর এ রিমান্ড আজ শুক্রবার (৮ জুন) কার্যকর করা হবে।
মামমলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন দৈনিক চাঁদপুর খবরকে জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রধান আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার থেকে রিমান্ডের কার্যক্রম শুরু করা হবে।
এর আগে গত মঙ্গলবার (৫ জুন) শাহিন সুলতানা ফেন্সির ছোট ভাই ফোরকান খান বাদী হয়ে এ ঘটনায় অ্যাডঃ জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দয়ের করেন।
পরে বুধবার (৬ জুন) ৫ দনের রিমান্ডের আবেদন করে বাদী পক্ষ। আদালত এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী স্বামী অ্যাডঃ জহিরুল ইসলামকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে কারা গেইটে জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, গত সোমবার (৪ জুন) সন্ধ্যার কোনো এক সময় নিজ বাসার ভেতরে খুন হন অধ্যক্ষ ফেন্সি। চাঁদপুর শহরের ষোলঘর এলাকার শেখ বাড়ি রোডে অবস্থিত নিজের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাÐের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে যে, বেড রুমের ভেতরে খাটের পাশে মেঝেতে অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সির রক্তাক্ত লাশ পড়ে আছে। আর লাশের আশপাশে ছোপ ছোপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে।
নিহত শাহিন সুলতানা ফেন্সি ফরিদগঞ্জের গল্লাক কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভা নেত্রী এবং স্বামী আটক জহিরুল ইসলাম চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাকদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম।