স্টাফ রিপোর্টার : চাঁদপুরে কার্যকর ও জাবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)”প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ সচিবদের দিনব্যাপী উন্নত তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাঊজের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান। এ সময় তিনি তার বক্তব্যে বলেন পৃথিবীতে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষে সকলের কাজ করতে হবে। মাদক,দুর্নীতি,সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।
সততা আর নিষ্ঠা নিয়ে কাজ করলে আমরা কেউ হারব না। আসুন সকলে মিলে কাজ করলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে ও ইএএলজি”প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নুরউদ্দিন মামুনের পরিচালনায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সহকারি প্রোগ্রামার হারুনুর রশিদ প্রমুখ। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৩০জন ইউনিয়ন পরিষদের সচিব অংশগ্রহণ করেন।