এম এম কামাল : চাঁদপুুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) উদ্দ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ যৌতুক-নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ টাস্ট্রের ওরিয়েন্টেশন কোর্স ও মাজার খানকাহ্ তত্বাবধায়কদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে ইসলামের আলো পৌঁছাতে পীর মাশায়েখগণ জীবন উৎসর্গ করেছেন। তারা যেখানেই দ্বীনের দাওয়াতী কাজ করতেন, সেখানেই খানকাহ প্রতিষ্ঠা করেছেন। এ দেশে খানকার মাধ্যমে সকাল-সন্ধা জিকিরের তা’লীমসহ পাঁচ ওয়াক্ত নামাজের তা,লীম হচ্ছে, মাজার-খানকা কোনো নতুন শব্দ নয়। এর সাথে রয়েছে আল্লাহ প্রেমিকদের সম্পর্ক।
তিনি আরো বলেন, ধর্মীয় ভাবে আমাদের দেশে মুসলমানরা বিভিন্ন মতবাদের থাকলেও ইসলামের ম‚ল বিষয় নিয়ে কারো মতানৈক্য নেই। আজ ইসলামিক ফাউন্ডেশন সকলের মতের মানুষকে নিয়ে কাজ করছে। এতে ইসলামের ভাব ধারার দাওয়াতী কার্যক্রম মাইল ফলক হবে।
ইফার উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান ও ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ও পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আব্দুস সালাম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন শাহ্তলী আনোয়ার উল্লাহ খান চিশতি (রহঃ) জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জাকির হোসেন। নাতে রাসুল (সাঃ) পাঠ করেন হাজীগঞ্জ মোহাম্মাদপুর দরবার শরীফের মোঃ শাহ্ আলম।
উপস্থিত ছিলেন ইফার মৌশিক কেন্দ্রের শিক্ষক সমিতির সভাপতি মাওঃ মোস্তফা মীর ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ রুহুল আমিন, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম এম কামাল, মাও মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমাম ও সহজ কুরআন শিক্ষা এবং মক্তব শিক্ষার শিক্ষকবৃন্দ। পরে দোয়া মোনাজাত করেন পাটওয়ারী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুস ছালাম।