স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ইভটিজিং করার দায়ে শিপন (১৮) নামে এক বখাটে যুবকের ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসেন সজিব। পুলিশ জানায়, সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো শিপন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সময় ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে মডেল থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম (পিপিএম) তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক তাৎক্ষনিক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাছিম উদ্দিন জানান, কোন স্কুল কলেজের শিক্ষাথী আসা যাওয়ার পথে ইভটিজিং এর স্বীকার হলে কাউকে ছাড় দেওয়া হবে না। নির্ভয়ে অভিভাবক,শিক্ষক ও শিক্ষাথীরা মিলে ইভটিজিং প্রতিহত করুন। পুলিশ আপনাদের পাশে সবসময় থাকবে। এ ব্যাপারে সব সময় টহল ব্যবস্থা জোরদার রয়েছে।