চাঁদপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-২

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বুধবার (৪ ডিসেম্বর) ১০৩ পিস ইয়াবা ও ভারতের তৈরি ১০ বোতল ফেন্সিডিলসহ কচুয়া থেকে ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কচুয়া চক্রা (তুলা পুকুরিয়া বাড়ী) মৃত আলী আজ্জমের ছেলে মোঃ ইসমাঈল হোসেন (৪৫), একই উপজেলার রসুলপুর এলাকার মিজি বাড়ীর মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩২)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মজিবুর রহমান, উপ-পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান, সহঃ উপ-পরিদর্শক মোঃ আশরাফ আলী, কাজী শামছুল বারীসহ বিভাগীয় স্টাফদের সহযোগীতায় তাদেরকে আটক করা হয়।

একই রকম খবর