ইব্রাহিম খান: অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ মে মঙ্গলবার সকাল ১০ টায় ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ ঘঅঅঘউ আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে এ প্রশিক্ষন কর্মশালা সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, অটিজমে আক্রান্তদের প্রতি আমাদের সকলকে যতœবান হওয়া উচিৎ। কেননা প্রত্যেকটি বাবা মা তাদের সন্তানদের নিয়ে অনেক আশা-ভরসা করে থাকেন। কিন্তু সেই সন্তানটি যদি অটিজম বা কোন কঠিন রোগে আক্রান্ত হয় তাহলে তাদের কষ্টের কোন সীমা থাকে না। কিন্তু আমরা যতি হতাশ না হয়ে তাদের প্রতি যতœবান হয়ে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করি এবং সুস্থ্য জীবনে ফিরিয়ে আনার চেষ্ঠা করি তাহলেই আমরা তাদের থেকে ভালো কিছু পেতে পারি। কিন্তু এই রোগে আক্রান্ত রোগীরা এক দিনেই ভালো হয়ে যাবে না। এ জন্য আমাদেরকে ধর্য্য সহকারে সেবার মনোভাব নিয়ে তাদের প্রতি যতœবান হতে হবে। বর্তমান সরকারও অটিজম নিয়ে অনেক গবেষণা ও কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুুতুল এ বিষয়টি নিয়ে ব্যাপক হারে কাজ করে যাচ্ছে। সবার আগে আমাদের মানবতাবোধ কে জাগ্রত করতে হবে এবং অটিজমে আক্রান্তদের প্রতি সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কেএম সাইফুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন শফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামালউদ্দিন , চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। দিনব্যাপি এই প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষন প্রদান করেন চাঁদপুর সরকারি কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক সেলিনা পারভীন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মোঃ আলআমিন।