এম এম কামাল : চাঁদপুর জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গত ৬ জুলাই শনিবার দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়।
চাঁদপুরের ৮উপজেলা পরিষদ চেয়ারম্যানদের উপস্থিতিতে এবং সকল চেয়ারম্যানদের সম্মিত ক্রমে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ানকে সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আইয়ুব আলী বেপারী,
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, কচুয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহজান শিশির, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইস এম গিয়াস উদ্দিন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী। এসময় তারা বলেন আমরা জেলা থেকে কমিটি শুরু করেছি, বিভাগীয় পর্যায়ে কমিটি গঠনসহ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।