চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন ৫শ’২৩জন অনুপস্থিত

চাঁদপুর খবর রিপোর্ট ঃ সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা।

গতকাল ০৬ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় এইচএসসি ও সমমান এর প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে জেলায় অনুপস্থিত ছিলো ৫শ’ ২৩জন পরীক্ষার্থী।

এ বছর চাঁদপুরে এসএসসি ও সমমানের পরিক্ষায় ৫২টি কেন্দ্রে ১৮হাজার ১৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিলো। এর মধ্যে অংশগ্রহণ করেছে ১৭ হাজার ৪শ’ ৯৬জন। তবে কোনো পরীক্ষার্থী কিংবা পরিদর্শক বহিস্কার করার খবর পাওয়া যায়নি। চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর নির্দেশনায় চাঁদপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদসহ জেলা প্রশাসনের একাধিক টিম।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে ১৮ হাজার ১৯ জন। এর মধ্যে প্রথম দিন জেলায় অনুপস্থিত ছিলো ৫শ’ ২৩ পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় মোট ৩৪টি কেন্দ্রে বাংলা ১ম পত্র বিষয়ে ১৩ হাজার ৫শ’ ৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা বিষয়ে অনুপস্থিত ছিলো ৩শ ১২জন পরীক্ষার্থী।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে জেলায় মোট ১১টি কেন্দ্রে ২হাজার ৯শ’১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এতে অনুপস্থিত ছিলো ১শ’৭০ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল ও এইচএসসি (বিএম) পরীক্ষায় বাংলা-২য় পত্র বিষয়ে জেলায় মোট ৭টি কেন্দ্রে ১ হাজার ১৩জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে অনুপস্থিত ছিলো ৪১ জন পরীক্ষার্থী।

 

একই রকম খবর