চাঁদপুরে একাধিক অফিসে চুরি : শহর জুড়ে আতংক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মনির হোসেন সহ আরো ২জন আইনজীবি ও অন্যান্য একাধিক চেম্বারে চুরির ঘটনা ঘটেছে।

গত ৩১মে শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় শহরের চেয়ারম্যানঘাট ডিসি অফিসের উত্তর পাশে আন নুর কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তার চেম্বারের তালা কেটে ভিতরে প্রবেশ করে।

এসময় সংঘবদ্ধ চোরের দলটি চেম্বারের কিছু কাগজপত্র ছিড়া সহ বহু গুরুত্বপুর্ন নতিপত্র নষ্ঠ এবং কিছু টাকা নিয়ে যায়। একই রাতে উক্ত চেম্বারের পাশে এডভোকেট সুমন দেবনাথ রাজুর চেম্বার, তৃতীয় তলায় চাঁদপুর জেলা সিএনজি অটোরিক্সা সমিতির কার্যালয় এবং গত ৫/৬দিন আগে ডিসি অফিসের পশ্চিম পাশে মাওঃ ফারুক কাজীর দালানের তৃতীয় তলায় এডভোকেট নুরুল হকের চেম্বারে একই ভাবে তালা কেটে প্রবেশ করে নগদ টাকা নেওয়া সহ গুরুত্বপ‚র্ন কাগজপত্র নষ্ট করে।

এডভোকেট মনির হোসেন জানান, কি পরিমান নতিপত্র বা কাগজপত্র নষ্ঠ হয়েছে তা এখন বলা যাচ্ছে না। প্রয়োজনমত খুজে না পাওয়া গেলে বুঝা যাবে। চুরির বিষয়টি সাথে সাথে তিনি চাঁদপুর সদর মডেল থানাকে অবগত করলো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ঈদকে সামনে রেখে বর্তমানে আইনজীবিদের চেম্বারে এভাবে চুরি সংঘঠিত হওয়ায় এ নিয়ে চাঁদপুর শহরের সর্বত্রই চুরির আতংক বিরাজ করছে। জন সাধারন পুলিশি নিরাপত্তা আরো জোরদার করতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানান।

একই রকম খবর