চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম )মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের উপর হাইমচরের কাটাখালি এলাকায় স্থানীয় জেলেদের হামলা ঘটনায় এখনোও মামলা হয়নি ! ওই হামলায় ওই দুই সরকারি কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছে ।
বিষয়টি গতকাল স্থানীয় , জাতীয় দৈনিক পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে ।চাঁদপুরের পদ্মা- মেঘনা নদীতে জেলা টার্স্কফোর্সের এই সফল অভিযানে ৫ মৎস্য আড়তে আগুন ও ১৭ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ।
তবে এ ঘটনায় এখনো থানায় এজহার না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে । গতকাল শনিবার চাঁদপুর মডেল থানায় খোঁজ নিয়ে এমন তথ্যই জানা গেছে । থানার ডিউটি অফিসার দৈনিক চাঁদপুর খবরকে জানান ,ওই ঘটনায় এখনোও কেউ এজহার দাখিল করেনি ।
বিষয়টি নিয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম )মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সাথে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি জানান,ওই ঘটনায় এখনোও থানায় এজার হয়নি । তবে ঘটনাস্থল থেকে ১৭জন আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে । বিষয়টি চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক দেখছেন ।
উল্লেখ্য গত বৃস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাইমচরের কাটাখালি এলাকায় এই ঘটনাটি ঘটে ।