চাঁদপুরে এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের ঈদ বস্ত্র বিতরণ

 

কাউছুল উল রাব্বি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-৩ আসনের (সদর ও হাইমচর) গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ বস্ত্র  বিতরন করেছন চাঁদপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

গত ১১ জুন রোজ সোমবার চাঁদপুর টাউন হল মার্কেটের ৩য় তলার নিজ কার্যালয়ে সকাল থেকে এই ঈদ বস্র বিতরন শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াতের মাধমে ঈদ বস্র বিতরন শুরু করা হয়। চাঁদপুরের প্রায় ১ হাজার গরিব, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ বস্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা শাখার সভাপতি ও চাঁদপুর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান। চাঁদপুর সদর ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সন্তষ মজুমদার, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক পরিষদ হাইমচর শাখার সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার, চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেসবাহ মাল, আজগর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান ভূট্টু, জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য সৈয়দা রোকসানা বেগম, পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম ময়না, ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রৌশনারা বেগম। আরো উপস্থিত ছিলেন, হাইমচর আওয়ামী মৎস্যজীবী লীগের  সাধারণ সম্পাদক মোঃ মুসলিম, চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড আওয়ামী মৎসজীবীলীগ সভাপতি রাজু, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন মৎসজীবীলীগর সভাপতি সফিউল্ল্যাহ খানসহ অন্যান্য নেতাবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment