চাঁদপুরে এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজকে অর্থ প্রদান

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর শহরস্থ এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০জন দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজকে এক হাজার টাকা করে ৩০ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এই দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজদের টাকা তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজদের পক্ষ থেকে হাফেজ মো.ইব্রাহিম খলিল এই

টাকা গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাম্মৎ রাশেদা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বশির আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,চাদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,

দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান,দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল , এম আলী ফাউন্ডেশনের সভাপতি মো.নুরুল আলম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম খবর