স্টাফ রিপোর্টার : লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগনের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা তিন দিনব্যাপী উদ্বোধন ১৫ জুলাই সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তার বক্তব্যে বলেন,ইউনিয়ন পর্যায়ে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা থাকতে হবে । কাজের স্বচ্ছতা থাকতে হবে । জনগণের দোর গলায় সেবা পৌঁছে দিতে হবে । এলজিএসপি-৩ এর প্রকল্পগুলো দৃশ্যমান থাকতে হবে । প্রকল্প নির্ধারণের ক্ষেত্রে জনগনের মতামতকে প্রধান্য দিতে হবে ।
স্থানীয় সরকারের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রিয়াজ উদ্দিন সরকারের পরিচালনায় ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
প্রশিক্ষণের ১ম দিনে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সচিবসহ ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।
২য় দিনে অংশ নিবে উত্তর ও দক্ষিণ মতলব,কচুয়া উপজেলা এবং শেষ দিনে অংশ নিবে শাহরাস্তি,হাজীগঞ্জ ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা অংশ নিবেন।