চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৬শ ৪৮জন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহন করেন ৩৪হাজার ৬শত ৭৮জন এবং অনুপস্থিত ছিলেন ৬শত ৪৮জন পরীক্ষার্থী ।

গতকাল চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ উপস্থিত ছিলেন।

এদিন চাঁদপুর সদরের চান্দ্রা বাজার নূরিয়া মাদরাসার (চাঁদপুর-৫) কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ডিজিটাল ডিভাইস সাথে থাকায় ১জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩০এপ্রিল (রোববার) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার রেশমা খাতুন।

রবিবার প্রথম দিনে কুমিল্লা বোর্ডের অধীন চাঁদপুরে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬হাজার ৪১জন এবং অংশগ্রহন করেন ২৫হাজার ৬শ ৮৩জন ও অনুপস্থিত ছিল ৩শ ৫৮জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭হাজার ৫শ ৫৭জন এবং অংশগ্রহন করেন ৭হাজার ২শ ৯৮জন, অনুপস্থিত ছিল ২শ ৫৯জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরে এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে চাঁদপুরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১হাজার ৭শ ২৮জন এবং অংশগ্রহন করেন ১হাজার ৬শ ৯৭জন ও অনুপস্থিত ছিল ৩১জন।

এসএসসি ও সমমান পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।

উল্লেখ্য, চাঁদপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল ৪৫টি, দাখিলের পরীক্ষার কেন্দ্র ছিল ১৯টি এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র ছিল ১০টি।

একই রকম খবর