স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়” চাঁদপুর সদর উপজেলা পরিষদের সকল অফিস সহকারী, ইউনিয়ন পরিষদের সকল সচিব ও হিসাব সহকারীদের ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পযন্ত ওয়েব পোর্টাল এবং ই-নথি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।
সোমবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মঈনুল হাসান ।
তিনি তার বক্তব্যে বলেন,জনসাধারণের দৌড়গড়ায় পৌঁছে দিতে হবে ।বাড়ীতে বসে নাগরিকগণ যাতে সেবা পেতে পারে । তাদেরকে যাতে অফিসে আসতে না হয় । নাগরিকগণকে অনলাইনে সকল সেবা নিশ্চিত করতে হবে । সকল দপ্তরের ওয়েব পোটাল আপগ্রেড রাখতে হবে ।এ প্রশিক্ষনের মাধ্যমে আপনারা তা নিশ্চিত করতে হবে ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ, ,নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর সদর অমিত চক্রবর্ত্তী।
উপস্থিত ছিলেন ইউডিএফ, চাঁদপুর সদর আবু বকর ছিদ্দিক ও সহকারী প্রোগ্রামার অফিসা র হারুন-অর- রশিদ,। এ সময় সংশ্লিষ্ট বিভাগের অফিস সহকারীগণ উপস্থিত ছিলেন ।