স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে কমিউনিটি পুলিশ অঞ্চল-১২ এর ১নং মহল্লা কমিটি (জিটি রোড দক্ষিন হয়ে বঙ্গবন্ধু সড়কের খলিফা বাড়ি পর্যন্ত) গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সকাল ১০টায় ১২নং ওয়ার্ড কমিশনার কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশ অঞ্চল-১২ এর সভাপতি নূর খানের সভাপতিত্বে ও অধ্যাপক মোশারফ হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
এ সময় তিনি বলেন, চাঁদপুর জেলার মানুষ শান্তিপ্রিয়। আমি অনেক জেলাতে চাকুরি করেছি। সেসব স্থানে আসামী আটক করা হলে অনেক তদবির ও ফোন আসত। কিন্তু চাঁদপুরে কোন আসামী আটক করলে ছাড়িয়ে নেওয়ার জন্য ফোন আসে না। চাঁদপুরে কমিউনিটি পুলিশের সকল অঞ্চলে ১শ ২৭ জন টহল সদস্য শহরবাসীকে নিরাপত্তা দিয়ে থাকে। তাই আমরা গর্ব করে বলতে পারি দিনের চাঁদপুরের চেয়ে রাতে চাঁদপুর অনেক নিরাপদ। এখানে অনেক সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো আমাদেরকে অবগত করেন না।
তিনি বলেন, দর্জি ঘাট এলাকার এই রেল লাইন দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থরা চলাফেরা করে। তারা খনিক সময়ের জন্য দাঁড়ালেও আবার চলে যায়। কিন্তু বহিরাগতরা এখানে দীর্ঘ সময় আড্ডা দিয়ে থঅকে। চাঁদপুর শহরে কিশোর অপরাধ দমন করা হয়েছে। মাদক ও কিশোর গ্যাং আমরা শূন্যের কোটায় আনতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা পেলে তা শূন্যের কোটায় আনা সম্ভব। অপরাধী ও খারাপ ছেলেদের সাথে আপনার সন্তান মিশে নষ্ট হয়ে যাবে। আমরা মাদক আসামী ধরার পর আদালতে পাঠালে আইনজীবীগণ ওই আসামীর পক্ষ নিয়ে তাকে ছাড়িয়ে নেয়। তাই আমরা মাদক বিক্রেতা বা সেবনকারীদের সামাজিক আন্দোলনের মাধ্যমে রোধ করব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে । সড়ক পরিবহন আইন হয়েছে। মটরের রিক্সাগুলো প্রত্যাখ্যান করতে হবে। শহরের রাস্তাগুলো ছোট, যানবাহন বেশি। তাই আপনাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠানোর সময় আপনারা নিয়ে আসবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের সিআইপি আব্দুর রব, সাংবাদিক গিয়াস উদ্দিন মিলন, কমিউনিটি পুলিশ অঞ্চল-১২ এর উপদেষ্টা কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি, অ্যাড. ফেরদৌস শাহিন, আব্দুস সাত্তার, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকি, মোঃ মিজানুর রহমান মিজি প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিউিনিটি পুলিশ অঞ্চল-১২ এর সাধারণ সম্পাদক নূর নবী জমাদার।