চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার

মাসুদ হোসেন : চাঁদপুরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগী। সেই সাথে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও। শনিবার চাঁদপুরে একদিনে নতুন করে আরো ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সনাক্তের হার ৩৯.৫১%।

শনিবার (১৭ জুলাই) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ১৯১ নমুনা পরীক্ষা করে ৬৬ জন ও আরএটি ল্যাবে ১৩৮ নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সবমিলিয়ে ৩২৯ নমুনা পরীক্ষা করে ১৩০ জনের রিপোর্ট পজেটিভ আসে।

গতকাল রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। আরটি-পিসিআর ও আরএটি রিপোর্ট অনুযায়ী ১৩৪ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর ৩৫ জন, হাজীগঞ্জ ১২ জন, ফরিদগঞ্জ ২২ জন, মতলব দক্ষিণ ১৯ জন, কচুয়ায় ৯ জন, শাহরাস্তিতে ৩২ জন, মতলব উত্তরে ৩ জন ও হাইমচর উপজেলায় ২ জন।

নতুন আক্রান্ত হওয়া ১৩৪ জনসহ গতকাল পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ৭ হাজার ১২ জন। এই সাত সহস্রাধিক রোগীর মধ্যে ১৭ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন।

আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ৪৩৬ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৫২, ফরিদগঞ্জে ২৫, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১৫ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন ও হাইমচরে ৩ জন।

 

একই রকম খবর