চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা কেস কো-অর্ডিনেশন কমিটির নভেম্বর ২০১৯ মাসের সভা বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সদস্য সচিবের বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সভার শুরুতে যুগ্ম সভাপতি চাঁদপুর জেলার কেস কো-অর্ডিনেশন কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানান জেলা ও দায়রা জজের প্রতিনিধি জেষ্ট সহকারী জজ।
সভায় অনুমতিক্রমে সিসিসি কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জিআইজেড এর যৌথ প্রকল্প (Improvement of the Real Situation of Overcrowding in Prisons in Bangladesh)এর আওতায় গঠিত কেস কো-অর্ডিনেশন কমিটির অক্টোবর ২০১৯ মাসের সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। সভার কার্যবিবরণীতে কোন সংশোধনী না থাকায় উপস্থি ত সকল সদস্যগণ একমত পোষণ করায় তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, জেল সুপার মোঃ মাঈনুদ্দিন ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্টেট, জেলা কমান্ডেন্ট, আনসার ও ভিডিপির প্রতিনিধি, কোর্ট ইন্সপেক্টর, পরিচালক, জেলা সমাজ কল্যাণ অধিদপ্তর, পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাক সুফী খায়রুল আলম খোকন।