চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও নিষিদ্ধ পলিথিন জব্দ

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। ২৩ ডিসেম্বর রোজ সোমবার দুপুরে শহরের বড়স্টেশন মাছঘাট ও বাবুরহাট বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়স্টেশন মাছ ঘাটে অভিযান চালানো হয়। এসময় আনুমানিক ৭শ’ কেজি জাটকা জব্দ করা হয়। অপর এক অভিযানে সদর উপজেলার বাবুরহাট বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ ভ্যানভর্তি ৪৫ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ হতদরিদ্র ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় । কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

একই রকম খবর