চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক দেড় টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর এর স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয় এর নির্দেশে চাঁদপুর জেলার উত্তর মতলব দশআনি লঞ্চ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে ১হাজার লিটার (৫ ব্যারেল) চোরাই ডিজেল জব্দ করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

একই রকম খবর