চাঁদপুরে ক্যাবল অপারেটরদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলায় ক্যাবল টেলিভিশন নেওয়ার্ক (ডিশ) ব্যবসায় নিয়োজিত ক্যাবল অপারেটর/ডিশ অপারেটরদের সাথে ‘‘ ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান ।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ডিশ ব্যবসা পরিচালনা করতে হবে। এ ব্যপারে কোন প্রকার শৈথল্য চলবেনা। নইলে সংশ্লিষ্ট ক্যাবল মালিকদের বিরুদ্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ।

তিনি আরও বলেন বেসরকারি টিভি চ্যানেলসমূহের সম্প্রচারের তারিখের ক্রমানুসারে সম্প্রচার ও বাংলাদেশী দর্শকদের জন্য বিদেশী কোন চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এছাড়া রাষ্ট্রীয় মালিকাধিন টেলিভিশন যেমন বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনকে যথাক্রমে – ১,২ ও ৩ এবং চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার ৪ নম্বারে ডিশে প্রচার করতে হবে। কোন অবস্থায় নিজস্ব প্রচারনায় বিজ্ঞাপন, বিজ্ঞাপন সংক্রান্ত অনুষ্ঠান অথবা সরাসরি সম্প্রচার করা যাবে না। এ সব নির্দেশনা যারা পালন করবেন না তাদের বিরুদ্ধে আগামি ৫ জুলাই হতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক চাঁদপুর জেলা ক্যাবল ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক রেজাউনুর নাহিদসহ অন্যান্য ৪/৫ জন সদস্যের কথা শুনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাতক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো: মাহবুবুর রহমান, নির্বাহী ম্যজিষ্ট্রেট মোরশেদুল ইসলাম ও উজ্জল হোসেন ও বিটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন।
সভায় এ জেলার ৮টি উপজেলা থেকে প্রায় সকল ক্যাবল ব্যবসায়ী ও অপারেটরগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর