চাঁদপুরে ক্রীড়া সংস্থার সদস্যদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক

স্টাফ রির্পোটার: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সদস্যগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ভবিষ্যতে চাঁদপুর যেন ক্রীড়ামোদী জেলা হিসেবে পরিচিতি পায় সে লক্ষ্যে কাজ করার জন্য তিনি নির্বাচিত সকল সদস্যদেরকে আহবান জানান।

মতবিনিময় সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সদস্যগণদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ওমর পাটওয়ারীসহ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যবৃন্দ।

একই রকম খবর