চাঁদপুরে গরীব ও মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “চাঁদপুর সদর উপজেলা পরিষদ তহবিল থেকে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে রোববার (২৯ জুলাই) সকাল ১০টায় শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরা চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ, এর সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্ত্তী।

এসময় চাঁদপুর সদর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এসময় ২৫ জন ছাত্র-ছাত্রীদেরকে জন প্রতি ৪০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা দেওয়া বিতরণ করা হয়।

একই রকম খবর

Leave a Comment