চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার অভিযানে ৬শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৭জুলাই সকাল ৬টা ৪০মিনিটের সময় চাঁদপুর সদর থানার এসআই ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এ আসামীকে ৬শত গ্রাম গাঁজাসহ চাঁদপুর সদর থানার অধীন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের খায়ের মার্কেটের পূর্ব উত্তর পাশে পাকা রাস্তার উপর আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম: নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা: আয়েশা বেগম, সাং-পশ্চিম সকদি, শেখ বাড়ী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর। এসময় আসামীর হেফাজত থেকে ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।