চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর গনি উচ্চ বিদ্যালয়ে “৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়” বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও সমাপনী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনের পরিচালনায় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম খবর