চাঁদপুরে জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে সোমবার বিকেলে বড় স্টেশন বিশ্ব জাকের মঞ্জিল চাঁদপুর কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা হাফেজ কাওসার আহমেদ চাঁদপুরী। এই দোয়া অনুষ্ঠানের বিশ্বের সকলের শান্তি কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের হাজরা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্ট সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর হাজী শাহআলম বেপারী। কেন্দ্রীয় প্রকৌশলী ফ্রন্টের সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্ট সাধারণ সম্পাদক বাবুল স্বর্ণকার, পৌর জাকের পার্টির সভাপতি মোঃ গোলাম রউফ চৌধুরী সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment