স্টাফ রিপোর্টার : ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৯০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষনা করেছে সরকার। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪ মাস জেলেদেরকে সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা হিসেবে বিজিএফের ৪০ কেজি করে চাল প্রদান করছেন।
জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, সদর ও হাইমচর উপজেলার নিবন্ধিত ৫১ হাজার ১৯০জন জেলের মাঝে ইউনিয়ন ভিত্তিক এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
বুধবার (৮ মে) সকাল থেকে সদর উপজেলার চান্দা ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ১৯৫৮ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, ট্যাগ অফিসার তাপস কুমার মজুমদারসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান খান জাহান আলী ফালু পাটোয়ারী জানায়, চতুর্থ দফায় জাটকার চাল ৪০ কেজি করে হাজার ১৯৫৮ জন জেলেকে দেওয়া হয়েছে। সরকার যদি চাল না দিয়ে টাকা দিত তাহলে জেলেরা উপকৃত হতো।