স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন,দেশে দারিদ্র বিমোচনের জন্যই জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন।সেই লক্ষমাত্রা নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির মাধ্যমে চাঁদপুরসহ সারাদেশে রিক্সা ও ভ্যান বিতরণ করা হচ্ছে।
২২ এপ্রিল সোমবার সকালে শহরস্থ উপজেলা সমবায় কার্যালয়ের হলরুমে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে রিক্সা ও ভ্যান বিতরন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,স্বচ্ছতার ভিত্তিতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করছি। তাই আমরা চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় কাজ করবেন। তাহলেই বিনির্মাণ হবে লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাঈনুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর সদর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য জাকির হোসেন মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূইয়া,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী,চাঁদপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী,পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর মধু,জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক এস এম জয়নাল আবেদীন,বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য আতিকুর রহমান সুমন,মাকসুদুল আলম স্বপন,
সদর থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু ,জেলা ছাত্রলীগ সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল্লা রাসেল মিয়াজী,চাঁদপুর সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফ আহমেদ,সদস্য রাসেল,শাহজাহান বরকন্দাজ, সুমন গাজি, সুজন সরকার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।এ সময় বিভিন্ন অসহায় ও দুঃস্থদের মাঝে ৪ টি রিক্সা ও ৭ টি ভ্যাণ গাড়ী বিতরন করা হয়।