স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন ।
ইফতারে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ ইব্রাহীম খলিল, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ শাহাজাহান মিয়া,
অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডঃ গোলাম মোস্তফা, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ লোকমান হোসেন, এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ হুমায়ন কবির, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ জাতীয়তাবাদী,আওয়ামী, ইসলামিক ল ইয়ার্স ফোরামের আইনজীবী সহ ও অতিথিবৃন্দ।