চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেছেন,আইনজীবীরা চাইলেই দেশে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।কারন তারা যদি কোন মাদক কারবারির পক্ষে কোর্টে না দাড়ান।তাহলেই এই মাদক কারবারিরা বেকায়দায় পড়ে মাদক ব্যবসা ছেড়ে দিবে।

২৮ এপ্রিল রবিবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন,জেএমবি থেকে মাদক কারবারীরা অনেক ভয়ঙ্কর।মাদক সেবীরা একটা সমাজকে শেষ করে দিচ্ছে।অ্যাডভোকেটরা যদি তাদের বিরুদ্ধে একটা ফ্লাটফর্মে অাসেন।যে মাদক ব্যবসায়ীদের পক্ষে আর কোর্টে দাঁড়াবো না।তাহলেই মাদক নিমূল অনেকাংশে রোধ হয়ে আসবে।

তিনি আরো বলেন,বিগত সময়ে জেএমবি নিয়ন্ত্রণ তখন-ই সম্ভব হয়েছিলো।যখন আইনজীবীরা জেএমবিদের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন।তাই মাদক নিমূলও সম্ভব হবে। যদি আপনারা আইনজীবীরা মাদক কারবারিদের বিরুদ্ধে একটা অবস্থান নেন।

উদাহরণস্বরূপ তিনি বলেন, কক্সবাজারের মাদক কারবারিরা এখনও দেশে মাদক ছড়াচ্ছেন।পুলিশ অক্লান্ত পরিশ্রম করে সেই সব মাদক কারবারিদের একে একে ধরছেন।কিন্তু পুলিশ যত সময় নিয়ে মাদক কারবারিকে ধরে।আইনজীবীদের মাধ্যমে তার চেয়েও কম সময়ে ওই আটক মাদকসেবীরা মুক্তি পেয়ে যায়।তাই আমার মতামত মাদকসেবীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়ে হয়তো আইনজীবীদের সময় চলে এসেছে।তাহলেই সবাই মিলেমিশে কাজ করার মাধ্যমে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে মাদকমুক্ত দেশ করা সম্ভব।

জেলা ও দায়রা জজ চাঁদপুর এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী খাঁনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোআর আলম।সিনিয়র সহকারি জজ ও লিগ্যাল এইড অফিসার সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যথাক্রমে বক্তব্য রাখেন,নারী শিশু নির্যাতন দমন দমন বিশেষ ট্রাইবুনাল মাহমুদুল কবির,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ জামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী,

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম,বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ মোঃ জহিরুল ইসলাম,জিপি রুহুল আমিন সরকার,পুলিশ সুপার জিহাদুল কবির বলেন,চাঁদপুর জেলার পাবলিক প্রসিকিউটর আমানুল্লা,পুলিশ সুপার জিহাদুল কবির,চাঁদপুর কারাগারের জেল সুপার মাইনুদ্দিন,বিজ্ঞ আইনজীবী অ্যাড. বিনয় ভূষণ মজুমদার,সুবিধাভোগী তানজিলা আক্তার,

প্যাণেল আইনজীবী কুহিনূর রশিদ।অালোচনা সভা শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এবং গীতা পাঠ করছেন জজকোর্টের হিসাব রক্ষক নারায়ন চন্দ্র দে।এর আগে দিবস উপলক্ষে একটি র্যালী হয় এবং পরে দিবস উপলক্ষে লিগ্যাল এইড ফেয়ার/মেলা উদ্বেধন,ফ্রি ব্লাড গ্রুপিং,ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নির্ণয়,

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের দিনব্যাপী কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন এবং সেরা পুরুষ আইনজীবী জয়নাল আবেদীন ও মহিলা আইনজীবী ফরিদা ইয়াছমিন আলো কে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী খাঁন।

একই রকম খবর

Leave a Comment