স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় কাবাডি প্রতিযোগীতা ২০১৯ এর পুরস্কার বিতরণ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, কাবাডি খেলা বাংলার ইতিহাস ঐতিহ্যের একটি অংশ। এছাড়াও খেলধুলা থেকে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হয়। এই খেলাটি সবার আন্তরিকতায় অত্যন্ত সুন্দর ও কোন প্রকার বিশৃঙ্খলা ব্যতিত সম্পূর্প হয়েছে। বিশেষ করে এই খেলা সুন্দর ভাবে সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। আমি এই খেলার সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ সহ অন্যান্য অতিথি বৃন্দ। খেলায় চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার এবং রানার্স আফ হয় সিলেট জেলা।
চাঁদপুর জেলা ক্রীড়াসংস্থা ও জেলা পুলিশ আয়োজিত এবারের খেলায় মোট ৮ টি জেলা থেকে দল অংশ নেয়। জেলা গুলো হলোঃ চাঁদপুর, হবিগঞ্জ, ফেনি, ব্রা²ণবাড়িয়া, মৌলভিবাজার, সুনামগঞ্জ, নরসিংদী ও সিলেট।