ইব্রাহিম খান : চাঁদপুরে জাতীয় কাবাডি প্রতিযোগীতা ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুর বড় স্টেশন মোল হেডে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এসময় তিনি বলেন,কাবাডি খেলা বাংলার ইতিহাস ঐতিহ্যের একটি অংশ।এছাড়াও খেলধুলা থেকে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হয়।এই খেলাটি যাতে অত্যন্ত সুন্দর ভাবে সম্পূর্ন হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।কারন এখানে অন্য জেলা থেকে যারা এসেছে তারাও আমাদের বন্ধু মানুষ।
তিনি বলেন, মনে রাখবেন এটি আইজিপি মহোদয়ের এলাকা এখানে যেভাবেই হোক খেলায় শৃঙ্খলা ধরে রাখতে হবে।কাজেই আমি চাই এই খেলা নিয়ে যাত কোন প্রশ্ন না উঠে।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,জাহেদ পারভেজ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী,চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল কুমার ঘোষ,কাউন্সিলর ফরিদা ইলিয়াছ সহ অন্যান্য অতিথি বৃন্দ।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ আয়োজিত এবারের খেলায় মোট ৮ টি জেলা থেকে দল অংশ নেয়। জেলা গুলো হলোঃচাঁদপুর,হবিগঞ্জ,ফেনি, ব্রাক্ষনবাড়িয়া,মৌলভিবাজার, সুনামগঞ্জ, নরসিংদী,সিলেট।