ইব্রাহিম খান ঃ চাঁদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গতকাল ২৩ জুলাই মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউজ থেকে এক বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে চলছে। পাবলিক সার্ভিস এখন মানুষের দৌর গোড়ায়। প্রতিটি প্রতিষ্ঠান সচ্ছল ভাবে কাজ করছে। প্রশাসনের চেয়ারে বসে কেউ কাজে ফাঁকি দেবে, সে সুযোগ এখন নেই।
তিনি আরো বলেন, পাবলিক সার্ভিস দিবসে ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে দেশ সম্পর্কে জানার সুযোগ রয়েছে। এখনো অনেক ছাত্র-ছাত্রী আছে যারা প্রশাসনের কোথায় কোন ধরনের সেবা দেয়া হয় তা যানে না। জানার জন্যই ছাত্র-ছাত্রীদের পাবলিক সার্ভিস দিবসে যুক্ত করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জামাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শ্রুভ সরকার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহিদ পাটোয়ারী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার গোলাম কাওসার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী বৃন্দ। আলোচনা পর্বে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে চেক তুলে দেন অতিথিবৃন্দ।