চাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২৭ এপ্রিল শনিবার উপজেলা মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিনে প্রধান অতিথি হিসেবে তিনি এ পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টি বিভাগের ডেপুটি ডাইরেক্টর পবিত্র কুমার কুন্ডু,ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নন্দলাল সূত্রধর,জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. সাজেদা বেগম সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক সুধীমহল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. সাজেদা বেগম জানান,গত ২৩ এপ্রিল মঙ্গলবার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়।

সে সপ্তাহের ৫ম দিনে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।এই প্রতিযোগিতা ১ম থেকে ৩য় ক বিভাগ এবং ৩য় থেকে ৫ম খ বিভাগ অর্থাৎ ২ টি বিভাগে প্রতিযোগিতা হয়।

যেখানে ক বিভাগে পুষ্টিকর ফল ও খ বিভাগে ফল সহ ঝুঁড়ির আঁকার প্রতিযোগিতা হয়।এতে ক ও খ বিভাগে বিজয়ী প্রতিযোগী মারিয়া চৌধুরী ও রেদওয়ান চৌধুরী বিজয়ী হলে তাদেরকে শিক্ষামন্ত্রী পুরষ্কার তুলে দেন।

একই রকম খবর

Leave a Comment