স্টাফ রিপোর্টার : ‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় এই উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন, চাঁদপুর, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁদপুর।
দিবস উপলক্ষ্যে প্রথমেই জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান।
চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয় এর উপ-পরিচালক রজত শুভ সরকারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. গোলাম আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্যাহ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহর চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ধরণের উন্নয়ন কর্মকা- যাতে করে প্রতিবন্ধীরা সমানভাবে অংশ গ্রহণ করতে পারে। সেই জন্য বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যাক্তিদের জীবন মান উন্নয়ন, তাদের সুরক্ষায় ও সঠিক সেবা প্রদানের বহুমুখী প্রদক্ষেপ গ্রহণ করছেন। সেই লক্ষ্যে চাঁদপুরে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, কনসালটেন্ট পিজিওথেরাপী মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।