চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

আহম্মদ উল্যাহ : ২৭তম জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুল হাসান।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা লিখিত বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় মোট ৫৭ হাজার ৩০৫জন নিবন্ধিত জেলে রয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে নদ-নদী, পুকুর ও প্লাবন ভুমিতে জেলায় বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে ৯৯ হাজার ৯৮৭ মে.টন। এর মধ্যে ইলিশ উৎপাদন হয়েছে ৩৬ হাজার ৭শ’ মেট্টিক টন। জেলা মাছের চাহিদা ৫৬ হাজার ৯৪৫ মেট্টিক টন। মাছের উদ্বৃত্ত হয়েছে ৪৩ হাজার ৪১ মেট্টিক টন।

এসময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. তৌসিব উদ্দিন। এসময় মৎস কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে ইলিশসহ সব ধরনের মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। সেই সাথে জেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর কথা জানানো হয়।

চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার শহরের বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও শুক্রবার থেকে ৩ দিনব্যাপী মৎস্য মেলার আয়োজন। এছাড়া মাছের পোনা অবমুক্তকরণসহ মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধিতে সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্র ধরের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আর ইমরান শোভন,সাধারণ সম্পাদক রিয়াদ ফৌরদাউস ,চাঁদপুর জেলা ফটো জানালিষ্ট এসোসিয়শেন এর সভাপতি একে আজাদ,সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ চাঁদপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের কর্মসূূচি গনমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা মৎস্য বিভাগ।

একই রকম খবর