চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি

গাজী মোঃ ইমাম হাসান : কারেন্ট জাল বন্ধ হলে, ইলিশ উৎপাদন বেড়ে যাবে, মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি ‘ এই প্রতিপাদ্যকে ধারন করে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে মৎস্যজীবীদের নিয়ে সদর উপজেলার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বলেন, কারেন্ট জাল বন্ধ হলে, ইলিশ উৎপাদন বেড়ে যাবে। তাই সর্ব প্রথম জেলেদেরকেই কারেন্ট জাল পরিহার করতে হবে। ইলিশ শুধু চাঁদপুরের সম্পদ নয়, এটি সারা বাংলাদেশের সস্পদ। দেশীয় মাছ থেকে শুরু করে সকল প্রকারের মাছ,মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ রক্ষা আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি আরো বলেন মৎস্য সম্পদ উৎপাদনে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পরিবর্তনশীল প্রাকৃতিক পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাইয়েই মৎস্য খাতকে বিজ্ঞান সম্মত উপায়ে ব্যবহারের মাধ্যমে মৎস্য সম্পদ উৎপাদনের দ্বারা বজায় রাখতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ,মৎস্য গবেষনা ইষ্টিটিউশনের উর্ধ্বতন কর্মতর্কা ও ইলিশ গবেষক ডঃ মোহাম্মদ আশরাফুল আলম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ আবু তাহের খান,জেলা মৎস্য অফিসের উপ-সহকারী পরিচালক তসিব উদ্দিনের পরিচালায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান। এছাড়া বক্তব্য রাখেন মৎস্যজীবী নেতা শাহআলম মল্লিক, মালেক দেওয়ান, তসলিম বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন ইকোফিস বাংলাদেশ- ওয়াল্ড ফিস কর্মকর্তা কিংকর চন্দ্র সাহা।

একই রকম খবর