চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী সম্পন্ন

এম এম কামাল/ইব্রাহীম খান : চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান। তিনি বলেন, এবারের মৎস্য মেলা খুব জাকজমকপূর্ণ ছিলো। আজকে যারা পুরস্কার পেয়েছেন আমি মনে করি এই পুরস্কার তাদের কাজের পরিধি আরো বাড়িয়ে দিবে। দেশপ্রেমে নিয়ে আমাদের এই মৎস্য সম্পদ রক্ষায় কাজ করতে হবে। কারণ আমাদের একটি ঐতিহ্য আছে আমরা মাছে ভাতে বাঙ্গালী। কাজেই এ মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কোস্টগার্ড কর্মকর্তা লেপ্টেনেন্ট ফয়সাল আবু সাইদ, সাংবাদিক শাহ আলম মল্লিক, জেলা মৎসজীবী সমিতির সভাপতি মালেক দেওয়ান। এবারে মৎস্য ক্ষাতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫ জনকে পুরস্কিত করা হয়।

একই রকম খবর