ইব্রাহিম খান : চাঁদপুরে জাতীয় সংসদের চীফ হুইফ ন‚র-ই আলাম লিটন দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই সভা হয়।
চাঁপদুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় সংসদের চীফ হুইফ ন‚র-ই আলম লিটন।
তিনি বলেন, আজ দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। নির্বাচন হলে কেউ হারে কেউ জিতবে, কিন্তু আদর্শবান নেতা হওয়া অনেক বড় ব্যাপার। আর তার উজ্জ্বল উদাহরন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা না হলে আজকে দেশে যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে দেশের সর্বস্তরের উন্নয়ন সম্ভব হতো না। আজকে গ্রাম হবে শহর আর এই চিন্তা তিনি অনেক আগে থেকেই করেছিলেন।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের কর্তব্য হচ্ছে এই উন্নয়নের ধারাবাহিকাতা অব্যাহত রাখতে সবাই এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে হবে।
এসময় আরও বক্তব্যে রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য অ্যাড. ন‚রুল আমিন রুহুল,ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভ‚ইয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।